online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

Cache

এর সঠিক উচ্চারণ হল ক্যাশ । অনেক ধরনের ক্যাশ আছে , এর সবগুলোই একই উদ্দেশ্যে ব্যবহার হয় । ক্যাশ বর্তমান সময়ে ব্যবহার হওয়া তথ্যগুলোকে কিছু সময়ের জন্য সংরক্ষন করে রাখে । পরবর্তীতে আমরা যখন এই তথ্যগুলোতে প্রবেশ করতে যাই তখন খুব দ্রুত তথ্য প্রদান করে । উদাহরণস্বরূপ - কোন ওয়েবসাইটে ভিজিট করলে, ব্রাউজার সাইটের পেজ, ছবিসহ আরো বিভিন্ন লগিন সম্পর্কিত তথ্য ক্যাশে সেভ করে রাখে । পরবর্তীতে আমরা যখন আবার সাইটে প্রবেশ করি , তখন খুব দ্রুত পেজ লোড হয়। ব্রাউজার আবার নতুন করে পেজের সব কিছু ডাউনলোড করে না, ক্যাশ থেকে সরবরাহ করে । ওয়েবসাইটের এডমিন ভিজিটরের সুবিধার জন্যই সাইটের ধরন অনুসারে বিভিন্ন সময়ের ক্যাশিং সিস্টেম সেট করে থাকেন।

আরেক ধরনের ক্যাশ আছে, তাহল ডিস্ক ক্যাশ । হার্ডডিস্কে বিভিন্ন ফাইল বা ফোল্ডার খুললে তা ram এ সেভ হয়ে থাকে । পরবর্তীতে আবার ঐ ফাইলে প্রবেশের ক্ষেত্রে আগের চেয়ে দ্রুত সময়ে প্রবেশ করা যায় । এছাড়া প্রসেসরও ক্যাশিং করে থাকে । ক্যাশিং এর ফলে কম্পিউটারের সাধারন কাজগুলো প্রসেসর খুব দ্রুত করে নেয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To