Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Camera RAW
- Details
- Written by মাসপি
- Hits: 630
বেশির ভাগ ডিজিটাল ক্যামেরাই ছবি তোলার পর তা কমপ্রেস করে রাখে । এতে সুবিধা ফাইলের সাইজ ছোট হয় , ছবির রং , ব্যালেন্স সব ঠিক থাকে এবং jpeg ফাইল টাইপে কমপ্রেস করে । আর ক্যামেরা যদি কমপ্রেস না করে যেরকম ছবি তোলা হয় সেরকম আকারে রেখে দেয় তাকে ক্যামেরা রো বলে । তবে এ ক্ষেত্রে ফাইলের সাইজ অনেক বড় হয় । ক্যামেরার মেমরী কার্ডে ও বেশি পরিমান জায়গা রাখতে হয়। আর ছবিটি তুলতেও সাধারনভাবে তোলার চেয়ে কয়েক সেকেন্ড বেশি লাগে ।
যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের কমপ্রেস ছাড়া ছবিই বেশি দরকার হয়, কারন এতে তারা বিভিন্ন ক্ষেত্রে ছবিটিকে প্রয়োজনমত ব্যবহার করতে পারে । এছাড়া বড় আকারের বিজ্ঞাপনের জন্য প্রিন্ট করতেও রো মুড দরকার। রো মুডের ছবিগুলো সাধারনত bitmap, TIFF, এবং JPEG তে থাকে । বেশির ভাগ ইমেজ ভিউয়ার সফটওয়্যার দ্বারা রো মুডের এত বড় সাইজের ছবি দেখা যায় না। এগুলো দেখতে এবং এডিট করতে আলাদা সফটওয়্যার প্রয়োজন হয় । বেশির ভাগ কোম্পানি ক্যামেরার সাথেই রো এডিটিং সফটওয়্যার দিয়ে থাকে ।