Basic Terms
online
We have one guest and no members online
About us
Technical Terms - Technology Basic
Caps Lock
- Details
- Written by মাসপি
- Hits: 641
ক্যাপস লক কী-বোর্ডের একটি বাটন । কী-বোর্ডের উপরের অক্ষরগুলো বা বড় হাতের অক্ষরগুলো সহজে টাইপ করার জন্য এটি ব্যবহার হয় । এটা একবার ক্লিক করলে অন হয় আবার ক্লিক করলে অফ হয় । এর সাথে লাইট ও অন অফ হয়। আমরা যদি পাসওয়ার্ড বসাই তখন ক্যাপসলক যদি অন থাকে তাহলে বড় হাতের অক্ষর টাইপ হবে , ফলে ভুল পাসওয়ার্ড ইনপুট হবে। ব্যবহারকারী যাতে সহজেই খেয়াল করতে পারেন , ক্যাপস লক অন আছে নাকি অফ আছে তাই নটিফিকেশনের জন্য লাইট ব্যবহার করা হয়। ক্যাপসলক সক্রিয় a b c d এই সব অক্ষরের জন্য A B C D টাইপ করে । কিন্তু নাম্বারের জন্য, যেমন 1 2 3 এর জন্য ! @ # টাইপ করে না ।