online

We have one guest and no members online

About us

Technical Terms - Technology Basic

CDMA

এর পূর্ণ রূপ কোড ডিভিশন মাল্টিপল এক্সেস (Code Division Multiple Access) । দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় সিগনাল পাঠানোর ক্ষেত্রে জ্যাম হওয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই প্রযুক্তির সূচনা হয় । যুদ্ধের পর Qualcomm এই প্রযুক্তিকে পেটেন্ট করেন এবং তারপর থেকেই বানিজ্যিকভাবে এর যাত্রা শুরু হয় । মোবাইল ফোন কোম্পানির জন্য সিডিএমএ একটি জনপ্রিয় প্রযুক্তি ।

জিএসএম (GSM) এবং টিডিএমএ (TDMA) এর মত সিডিএমএ প্রতিটি ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কোন ফ্রীকুয়েন্সী ব্যবহার করে না। এটা সম্পূর্ণ ফ্রীকুয়েন্সী ডাটা ট্রাসফারের জন্য ব্যবহার করে থাকে এবং মাল্টিপ্লেক্সিং পদ্ধতিতে কাজ করে । এর জন্য সিডিএমএ এর ভয়েস , ডাটা কমিউনিকেশনের সক্ষমতা অনেক বেশি হয়ে থাকে এবং বেশি সংখ্যাক গ্রাহককে সেবা দিতে পারে ।

সিডিএমএ 2G(টু জি), 3G( থ্রী জি) ওয়ারলেস কমিউনিকেশন ব্যবহার করে এবং আলট্রা হাই-ফ্রীকুয়েন্সি ব্যবহার করে ৮০০ মেগাহার্জ থেকে ১.৯ গিগাহার্জের মধ্যে কাজ করে ।প্রকৃত সিডিএমএ স্ট্যান্ডার্ড হল সিডিএমএ ওয়ান এবং এর ডাটা ট্রান্সমিশন গতি ১৪.৪ Kbps থেকে ১১৫ Kbps পর্যন্ত । তবে সিডিএমএ ২০০০ এবং ওয়াইডব্যান্ড সিডিএমএ এর চেয়ে আরো বেশি পরিমানে হয়ে থাকে ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To